ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে নতুন ২৯ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১২:২৬, ৩০ জুন ২০২০

মাদারীপুরে নতুন ২৯ জন করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে ২৪ ঘন্টায় নতুন ২৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১২, রাজৈরে ১২ এবং শিবচর উপজেলায় ৫জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩৮জনে। আজ ২১জনসহ জেলায় সুস্থ হয়েছেন ২৮৬জন। এদিকে ২৭ জুন সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে করোনায় মারা গেলেন ১১জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬জন। তবে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের তথ্য স্বাস্থ্য বিভাগের কাছে নেই। আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে, সদর উপজেলায় ২৫৩, রাজৈরে ২৩১, কালকিনিতে ১৩২ এবং শিবচর উপজেলায় ১১৩জন। জেলা থেকে এ পর্যন্ত ৫হাজার ৭৩২টি নমুনা প্রেরণ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৫হাজার ৭৬টির এবং ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ১৮৮টি।
×