ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাসেলসে নতুন রাষ্ট্রদূত মাহবুব হাসান

প্রকাশিত: ০১:০২, ৩০ জুন ২০২০

ব্রাসেলসে নতুন রাষ্ট্রদূত মাহবুব হাসান

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাহবুব হাসান সালেহকে ব্রাসেলসে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৩১ জুলাই এর পর যেকোন দিন নতুন পদে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে তাকে। খবর ওয়েবসাইটের। মাহবুব হাসান সালেহ ব্রাসেলসে বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মাদ শাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হবেন। শাহাদাতের মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত আছে। এরপর তিনি অবসরে যাবেন। ১৫ ব্যাচ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সালেহ মাহবুব হাসান সালেহ বর্তমানে ওয়াশিংটনে মিশন উপ-প্রধান হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি দিল্লীতে মিশন উপ-প্রধান হিসাবে কর্মরত ছিলেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক, আমেরিকাস অণুবিভাগের পরিচালক হিসাবেও কাজ করেছেন।
×