ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে বাজারে রকেট বিস্ফোরণে নিহত ২৩

প্রকাশিত: ০১:০১, ৩০ জুন ২০২০

আফগানিস্তানে বাজারে রকেট বিস্ফোরণে নিহত ২৩

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি গবাদি পশুর বাজারে আঘাত হানা একটি রকেট বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। আফগান সরকার ও তালেবান কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর ইয়াহু নিউজের। সাঙ্গিন এলাকার ওই বাজারে সোমবারের এই রকেট হামলার জন্য দুপক্ষ একে অপরকে দোষারোপ করেছে। বাজারটিতে ছাগল, ভেড়া বেচাকেনা করতে স্থানীয় গ্রামবাসী এবং আশপাশের এলাকার মানুষ ভিড় করেছিল। হেলমান্দ প্রদেশের গবর্নরের মুখপাত্র বলেছেন, তালেবান জঙ্গীদের ছোড়া কয়েকটি রকেট বাজারের কাছে পড়ে বিস্ফোরিত হয়। এতে শিশুসহ ২৩ জন নিহত হয়েছে। এদিকে তালেবান গোষ্ঠীর মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি বলেছেন, আফগান সেনাবাহিনী মানুষজনের বাড়িঘর এবং গবাদি পশুর বাজারের ওপর কয়েক রাউন্ড মর্টার বোমা ছুড়েছে। এতেই প্রাণহানির ঘটনা ঘটেছে। বাজারে আচমকাই রকেট এসে পড়েছে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী এক পশু বিক্রেতা। এতে তার দুই ভাগ্নে মারা গেছে এবং ছেলে আহত হয়েছে বলে জানান তিনি।
×