ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকার প্রণোদনা দাবি

প্রকাশিত: ২৩:২৯, ৩০ জুন ২০২০

না’গঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকার প্রণোদনা দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ করোনার প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত সিদ্ধিরগঞ্জের ১৪৫টি বেসরকারী কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের জন্য সরকারী প্রণোদনাসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে ৫ শতাধিক শিক্ষক-শিক্ষিকা ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন- সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন। সংগঠনের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি এম.এ সিদ্দিক মিয়া, ঢাকা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সদস্য সচিব জি.এইচ ফারুক, বেসরকারী প্রাথমিক ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির মহাসচিব শেখ মিজানুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এ্যান্ড কলেজ ঐক্য পরিষদের চেয়ারম্যান প্রিন্সিপ্যাল ইকবাল বাহার চৌধুরী ও শিক্ষা সচিব প্রিন্সিপ্যাল মোহাম্মদ আব্দুল ওদুদ, রূপগঞ্জ কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির মহাসচিব লায়ন সালেহ আহমদ, সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হুসাইন ও শিফা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক সাংবাদিক মোঃ শাহাদাৎ হোসেন স্বপন প্রমুখ।
×