ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পকেটমার পাকড়াও

প্রকাশিত: ২৩:২৫, ৩০ জুন ২০২০

পকেটমার পাকড়াও

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ২৯ জুন ॥ সৈয়দপুরে ব্যবসায়ীর চটের ব্যাগের তলা কেটে টাকা বের করার সময় মামুন নামে এক পকেটমারকে ট্রাফিক সার্জেন্ট হাতেনাতে আটক করেেেছ। পরে উত্তেজিত জনতা উত্তম মাধ্যমের পর পকেটমারকে সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। সোমবার শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু মোড়ে এ ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ট্রাফিক সার্জেন্ট আশরাফ কোরাইশি জানান, ব্যস্ততম ওই মোড়ে প্রচন্ড যানজট। ওই যানজট ঠেকাতে দায়িত্বরত ট্রাফিকসহ যানবাহন পার করার সময় মোস্তাফিজুর রহমান শাহিন নামের এক ব্যবসায়ী চটের ব্যাগে টাকা মুড়িয়ে যাচ্ছিল। এ সময় ওই পকেটমার ভিড়ের অন্তরালে প্রকাশ্যে তার ব্যাগের তলা কেটে একলাখ টাকা বের করে নেয়। অবশিষ্ট টাকা বের করার সময় ধরা পড়ে। উত্তেজিত জনতা গিয়ে পকেটমারকে পিটুনি দেয়।
×