ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোল্লাহাটে এক শ’ পানিবন্দী পরিবার

প্রকাশিত: ২৩:২৫, ৩০ জুন ২০২০

মোল্লাহাটে এক শ’ পানিবন্দী পরিবার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে প্রায় একশ’ পরিবার পানিবন্দী হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। মাত্র ৮০ থেকে ৮৫ মিটার ড্রেনের অভাবে পানি নিষ্কাশন না হওয়ার ফলে এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো এ অবস্থা থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। ঐতিহ্যবাহী কোদালিয়া বাজারসংলগ্ন ওই এলাকার ভুক্তভোগীরা জানান, তাদের প্রায় ১শ’ পরিবারের বাড়িঘর গত তিনবছর ধরে পানিবন্দী। স্বাভাবিক চলাচল এমনকি রান্নাবান্না করতে কষ্ট হয়। পানিবাহিত রোগের প্রকোপ বাড়ে। বিগত দুই বছরে একাধিকবার উপজেলা প্রশাসন তাৎক্ষণিক পানি নিষ্কাশনে ড্রেন/নালা কেটে দেয়। ফলে তারা পানিবন্দী থেকে সাময়িক মুক্তি পান। স্থায়ী সমাধানের লক্ষ্যে পাকা ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন। কোদালিয়া-আমবাড়ি জগদানন্দ ঠাকুরের আশ্রম সড়কের পাশ দিয়ে পাকা ড্রেন নির্মাণের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়। এরপরে অজানা কারণে ওই ড্রেন নির্মাণ বন্ধ রয়েছে। ফলে ভোগান্তি কমছেনা তাদের। উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা জানান, দ্রুত এ সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।
×