ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় চার ডাকাত আটক

প্রকাশিত: ২৩:২৪, ৩০ জুন ২০২০

আশুলিয়ায় চার ডাকাত আটক

সংবাদদাতা, সাভার, ২৯ জুন ॥ আশুলিয়ায় যাত্রীবেশে সংবাদপত্র পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টাকালে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছে থাকা বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। রবিবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন বাইপাইল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মোঃ সোহেল, মকবুল হোসন, শাকিল ও শিহাব। জানা গেছে, কাজলা পরিবহনের ব্যানারে একটি মাইক্রোবাস রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে সংবাদপত্র পৌঁছে দিয়ে থাকে। প্রতিদিনের মতো এদিন রাত সাড়ে বারোটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ডে পৌঁছলে যাত্রীবেশে পাঁচ ব্যক্তি মাইক্রোবাসের চালককে তাদের বগুড়া পৌঁছে দেয়ার অনুরোধ করেন। কিন্তু এ সময় কাজলা পরিবহনের বাইপাইল কাউন্টারের স্টাফরা ওই ছয়জনের কাছে লুকানো রাম-দা ও ছুরি দেখতে পেয়ে গোপনে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাত সন্দেহে চার জনকে আটক করে। এদের মধ্যে দুই জন কৌশলে পালিয়ে যায়।
×