ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

প্রকাশিত: ২৩:২৪, ৩০ জুন ২০২০

নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ জুন ॥ নগরকান্দায় সংঘর্ষে একজন নিহত ও নয়জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের বড় পাইককান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত হওয়ার খবর প্রচারিত হলে প্রতিপক্ষের বাড়িতে বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বড় পাইকান্দি গ্রামে স্থানীয় অধিপত্যকে কেন্দ্র করে আক্তার মাতুব্বরের সঙ্গে কালু মাতুব্বরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত জাফর মোল্লা (৫২) বড়পাইককান্দি গ্রামের জলিল মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আক্তার মাতুব্বরের দুই সমর্থককে প্রতিপক্ষ আটকে রেখেছে এ খবর শুনে আক্তারের সমর্থক জলির মোল্লা, সরোয়ার খানসহ ২০/২৫ সমর্থক ওই দুই সমর্থককে উদ্ধার করতে যান। এ সময় প্রতিপক্ষ তাদের ঘিরে ফেলে তাদের ওপর হামলা চালায়। ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহৃত হয়। সংঘর্ষে জলিল ও সরোয়ারসহ আক্তারের আট সমর্থক এবং কালু মাতুব্বরের দুই সমর্থক আহত হয়। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়া জলিল ও সরোয়ারকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত বলে ঘোষণা করেন। জলিলের মৃত্যুর খবর এলাকায় এসে পৌঁছিলে আক্তারের সমর্থকরা কালু মাতুব্বরের সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধ মাঝে মধ্যেই সংঘর্ষে রূপ নেয়।
×