ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নর্থসাউথ ভার্সিটিতে নবাগতদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন

প্রকাশিত: ২২:৪১, ৩০ জুন ২০২০

নর্থসাউথ ভার্সিটিতে নবাগতদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন

বেসরকারী পর্যায়ে উচ্চ শিক্ষার পথ প্রদর্শক নর্থসাউথ ইউনিভার্সিটির ‘সামার ২০২০’ সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার শুরুতেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে অংশ নেয় নবীন শিক্ষার্থীরা। এবার বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬ বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব এম এ কাসেম। সম্মানিত অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ বলেন, আমরা বিশ্বব্যাপী বিপর্যয়ের সময় ও আমাদের শিক্ষা কার্যক্রম অনলাইনে চালু রাখতে সক্ষম হয়েছি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা কঠোর ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে, আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্বলিত একটি ক্যাম্পাস এবং আন্তর্জাতিকমানের শিক্ষকবৃন্দ নিয়োগ করে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের শিক্ষা প্রদান করে আসছি। এ সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির ওপর আস্থা রাখার জন্য তিনি অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবাগত শিক্ষার্থীদের ভার্সিটিতে স্বাগত জানান। -বিজ্ঞপ্তি
×