ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেবু উৎসবের শহর

প্রকাশিত: ২২:৩৫, ৩০ জুন ২০২০

লেবু উৎসবের শহর

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত একটি প্রাচীন অবকাশযাপন শহর হচ্ছে মেন্টন। ভূমধ্যসাগরের বুকে হলেও একেবারে ফ্রান্স আর ইতালি সীমান্তের পাশেই শহরটির অবস্থান। অপরূপ সৌন্দর্যের কারণে একে বলা হয় ‘পার্ল অব ফ্রান্স’। মেন্টনে মানুষের বসবাস সেই আদিকাল থেকেই। আদিম মানুষ ও আধুনিক মানুষের প্রথম দিকের নমুনা পাওয়া গেছে সেখানে। খ্রিস্টীয় ১১ শতকে বড় আকারে জনবসতি গড়ে ওঠে। মেন্টনের আবহাওয়া লেবু, কমলা আর ছোট ধরনের কমলালেবু উৎপাদনের জন্য উপযুক্ত। শহরের প্রতীকই হলো লেবু। প্রতি বছর সেখানে উদযাপিত হয় জমজমাট লেবু উৎসব। মেন্টনের বাড়িগুলো বিখ্যাত তাদের চোখ ধাঁধানো রঙের জন্য। বেড়াতে গেলে আরও বিমোহিত হতে হবে পৃথিবীখ্যাত বাগানগুলোর জন্য। বাগানের ফুল আর মেন্টনের বাড়িগুলোর রং দেখে মনে হয় যেন স্বপ্নের কোন স্বর্গরাজ্য। শহরটিতে গড়ে তাপমাত্রা থাকে ১০ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াস। ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম পর্যন্ত লেবু উৎসব চলে। উৎসবে প্রায় ১৪৫ টন ফল ব্যবহৃত হয়। যা দিয়ে তিন স্তরের আইফেল টাওয়ার, তাজমহল অথবা বিশালাকৃতির বুদ্ধদেবের ছবি বানানো হয়। যদিও প্রতি বছর এই থিমে ভিন্নতা আনা হয়। উৎসবটি স্থানীয় ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের কার্নিভ্যালের মতো মেন্টন শহরেও প্রতি বছর কার্নিভ্যাল হয়। সেটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে লেবুর জন। -ন্যাশনাল জিওগ্রাফিক
×