ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় করোনায় স্বামীর মৃত্যুর পরদিন মারা গেলেন স্ত্রী

প্রকাশিত: ২২:৩০, ৩০ জুন ২০২০

সাতক্ষীরায় করোনায় স্বামীর মৃত্যুর পরদিন মারা গেলেন স্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাতক্ষীরায় করোনায় স্বামীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্ত্রীও। এছাড়া বাগেরহাটে চা বিক্রেতাসহ দুজন, লক্ষ্মীপুরে এক বৃদ্ধ ও নওগাঁয় একজন করোনাভাইরাসে মারা গেছেন। রবিবার রাত ও সোমবার এসব মৃত্যুর ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়ার নিজ বাড়িতে করোনা আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর একদিন পর করোনাতেই মারা গেলেন স্ত্রীও। এর আগে রবিবার সকালে তার স্বামী কাজী আব্দুল মতিন করোনা আক্রান্ত হয়ে মারা যান। মৃত ওই নারীর নাম সখিনা খাতুন (৭০)। বাগেরহাট ॥ ফকিরহাটে ও মোল্লাহাটে করোনা আক্রান্ত আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ফকিরহাটে চা বিক্রেতা হেমায়েত উদ্দিন করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত হয়ে আমিনুল ইসলাম (৭০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। সদর উপজেলার মান্দারী চুনু ব্যাপারী নিজ বাড়িতে মারা যান। নওগাঁ ॥ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬৭ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। আত্রাই উপজেলায় মৃত্যুবরণ করেছেন ১ জন। সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের প্রবীণ চিকিৎসক শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বিএমএর সদস্য ডাঃ ইউনুস আলী খান ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
×