ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাটকল শ্রমিকদের অবসর দেয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন নেতারা ॥ শ্রম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২২:২৯, ৩০ জুন ২০২০

পাটকল শ্রমিকদের অবসর দেয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন নেতারা ॥ শ্রম প্রতিমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বন্ধ পাটকল খুলে দেয়া হবে না জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেছেন, পাটকল শ্রমিকদের অবসর দেয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন শ্রমিক নেতারা। তিনি বলেন, শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টি পর্যবেক্ষণ করবে মন্ত্রণালয়। এর পরও কেউ বিচ্ছিন্নভাবে আন্দোলন করলে তাতে সমর্থন না দেয়ার কথা জানিয়েছেন নেতারা। সোমবার রাজধানীর শ্রম ভবনে প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকে এ কথা জানান তারা। এ সময় মন্ত্রী বলেন, বন্ধ পাটকল খুলে দেয়া হবে না। এছাড়া, অবসরে যাওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করা হবে। তবে কিছু শ্রমিক নেতা এর সঙ্গে দ্বিমত পোষণ করলেও সিদ্ধান্ত না মানার কোন কারণ নেই বলেও জানান প্রতিমন্ত্রী। বৈঠকে জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু জানান, পাটকল একটি অলাভজনক প্রতিষ্ঠান। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সেটি বন্ধ থাকবে। তবে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হবে। বিচ্ছিন্নভাবে কেউ আন্দোলনে থাকলেও তাতে নেতাদের সমর্থন থাকবে না বলে জানান তিনি। জানা গেছে, আগামী ১ আগস্টে বন্ধ হচ্ছে সরকারী সব পাটকল। সরকারী- বেসরকারী অংশীদারিত্বের ভিত্তিতে (পিপিপি) ছয় মাসের মধ্যেই অবশ্য সব পাটকল আবার উৎপাদনে ফিরে আসবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুনুœজান সুফিয়ান। এ সময় শ্রমিকদের বিষয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। যেভাবেই হোক আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থায়ী-অস্থায়ী সব শ্রমিকের পেনশন ও বকেয়াসহ সব অর্থ এক চেকের মাধ্যমেই পরিশোধের নির্দেশনা দেন তিনি। নির্দেশনা মোতাবেক আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সব পাওনা পাবেন পাটকল শ্রমিকরা। এক চেকেই তাদের সমুদয় অর্থ পরিশোধ করা হবে। এর আগে রবিবার রাষ্ট্রায়ত্ত সব পাটকল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে ছেড়ে দেয়া এবং ২৫ হাজার শ্রমিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘোষণা দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সোমবার ঢাকার ডেমরায় পাটকল শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচী না করলেও ক্ষোভ জানান সরকারের এমন সিদ্ধান্তে। দাবি জানান, বকেয়া সব পাওনা পরিশোধের। শ্রমিকদের একজন বলেন, আমরা কোন কিস্তি মানি না। আমাদের এক চেকে টাকা দেবে কারখানা চালু অবস্থায়। আরেক শ্রমিক বলেন, আমাদের সংসার যে কীভাবে চলে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এছাড়া খুলনা, যশোরসহ রাজধানীর বাইরে বেশ কটি জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
×