ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা রোগীদের চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ ত্রিশোর্ধ নার্সরা

প্রকাশিত: ২২:১২, ৩০ জুন ২০২০

করোনা রোগীদের চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ ত্রিশোর্ধ নার্সরা

স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়ার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ৩০ বছর পার হওয়া বেকার নার্সরা। সোমবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নার্সরা এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৩০ প্লাস নার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেশমা আক্তার জানান, মহামারী মোকাবেলায় আপনার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অতীতের নিয়োগ বঞ্চিত সিনিয়র নার্সদের নিয়োগ দিয়ে করোনা রোগীদের সেবা দেয়ার সুযোগ করে দিন। এক্ষেত্রে ব্যাচ ও সিনিয়রিটি অনুযায়ী ৯৪৬ নার্সের শূন্য পদে বয়স ৩৬ বছর প্রমার্জন করে বেকার নার্স, যাদের সম্প্রতি বয়স ৩০ অতিক্রম করেছে, তাদের অগ্রাধিকার দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শুধু মানবিক দিক বিবেচনা করে যাদের বয়স ৩০ অতিক্রম হয়েছে তাদের বয়স প্রমার্জন করবেন বলে আমরা আশায় বুক বেঁধে রেখেছি। নার্সরা বর্তমান পরিস্থতিতে কোভিড-১৯ রোগীদের সেবা দিয়ে বাকি জীবনটা পার করে দিতে চায়।
×