ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেয়ার সিদ্ধান্ত গণবিরোধী ॥ রিজভী

প্রকাশিত: ২২:১০, ৩০ জুন ২০২০

শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেয়ার সিদ্ধান্ত গণবিরোধী ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে ২৫ হাজার শ্রমিককে গোন্ডেন হ্যান্ডশেকে বিদায়ের সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি দেন। শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেয়ার সিদ্ধান্ত গণবিরোধী। গণদুশমন ছাড়া এমন সিদ্ধান্ত কেউ নিতে পারে না। সোমবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, পাটকল শ্রমিকদের ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত ‘মড়ার উপর খাঁড়ার ঘা’র মতো। কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের গণবিরোধী এই সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। পাটকলসমূহের দুরবস্থার জন্য সরকারকে দায়ী। তাদের ভ্রান্তিনীতি ও অব্যবস্থাপনায় দেশের ঐহিত্যবাহী পাটশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। রাষ্ট্রায়ত্ত পাটকলে দুর্নীতি, লুটপাট, ভুলনীতি এবং মাথাভারি ও অদক্ষ প্রশাসন লোকসানের জন্য দায়ী, শ্রমিকরা নয়। করোনাভাইরাসের এই দুর্যোগকালে এমনিতেই যেখানে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন, বিদেশ থেকেও অনেক শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরছেন, সেই সময়ে ক্ষমতাসীন কথিত মুক্তিযুদ্ধের পক্ষের সরকার মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পদক্ষেপ নিয়েছে।
×