ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিনিয়র সচিব মোহসীন চৌধুরীর করোনায় মৃত্যু

প্রকাশিত: ২২:০৪, ৩০ জুন ২০২০

সিনিয়র সচিব মোহসীন চৌধুরীর করোনায় মৃত্যু

বিশেষ প্রতিনিধি ॥ করোনায় আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি... রাজিউন)। সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। মহসীন চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শোক জানিয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যু হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক। করোনায় মৃত্যুবরণকারী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিবকে সোমবার বাদ আছর বিকেল ৫টা ১৫ মিনিটে সবধরনের স্বাস্থ্যবিধি মেনে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়। গত ২৯ মে করোনা পজিটিভ নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন প্রতিরক্ষা সচিব মোহসীন। এরপর ৬ জুন ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয় তাকে। ১৮ জুন থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ জুন আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। অতিরিক্ত সচিব সেলিনা হক বলেন, তার ভাইসহ পরিবারের লোকজন তাকে সমাহিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরীর ব্যাচমেট সেলিনা হক বলেন, তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তারজন্য আমরা সবাই শোকাহত। আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ১ জানুয়ারি ১৯৬৩ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডার সদস্য হিসেবে সরকারী চাকরিতে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ॥ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাষ্ট্রপতির বঙ্গভবন প্রেস উইং এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের শোক ॥ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট আরও অনেকে। সোমবার পৃথক পৃথক শোকবার্তায় সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মোঃ শাহাবউদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান ও সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
×