ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভর্তুকির চেক বিতরণ

প্রকাশিত: ২১:২৫, ৩০ জুন ২০২০

ভর্তুকির চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেছেন, কৃষি খাতকে শক্তিশালী করতে ডিলারদের মাধ্যমে ভর্র্তুকি দিয়ে কৃষককে সার প্রদান করছে সরকার। করোনার সময়েও সরকারের গুদামে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। বাজারে সারের কোন সঙ্কট নেই। কেউ সার নিয়ে গুজব ছড়িয়ে বাজারে সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি ও মূল্য বৃদ্ধি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থ নেয়া হবে। জেলা প্রশাসক সোমবার সকালে ডিএপি সারের মূল্য হ্রাসের কারণে সার ডিলারদের মধ্যে মজুদ ডিএপি সারের পরিশোধযোগ্য ভর্তুকির টাকার চেক বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক রবিউল হক মজুমদার এতে সভাপতিত্ব করেন।
×