ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হোল্ডারদের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

প্রকাশিত: ২১:১৯, ৩০ জুন ২০২০

হোল্ডারদের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

স্পোর্টস রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের নির্যাতনে মৃত্যু ঘটেছে কৃষ্ণাঙ্গ বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের। সেই নির্মম হত্যাকাে র পর থেকে প্রতিবাদে সোচ্চার ক্রীড়াঙ্গন। এবার আনুষ্ঠানিকভাবে সেই আন্দোলনে যোগ দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ক্যারিবীয় ক্রিকেটারদের জার্সির কলারে প্রতীক হিসেবে ব্যবহার করা হবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখাটি। টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘আমরা মনে করি এই অবস্থায় আমাদের একাত্মতা প্রকাশ করা উচিত। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করা উচিত।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা ইংল্যান্ডে উইজডেন ট্রফি ধরে রাখার জন্য এসেছি। তবে একই সঙ্গে আমরা বিশ্বজুড়ে ঘটে যাওয়া ঘটনা, ন্যায়বিচার ও সাম্যের লড়াইয়ের বিষয়েও খুব সচেতন।’
×