ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেদেরারের সাফল্যের গোপন রহস্য!

প্রকাশিত: ২১:১৯, ৩০ জুন ২০২০

ফেদেরারের সাফল্যের গোপন রহস্য!

স্পোর্টস রিপোর্টার ॥ রজার ফেদেরার। বিশ্ব টেনিসের জীবন্ত এক কিংবদন্তির নাম। অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়েই নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। ঊনচল্লিশ ছুঁই ছুঁই বয়স। তারপরও টেনিস কোর্টে অপ্রতিরোধ্য। সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়েছেন তিনি। যে কারণে শুধু টেনিসের দুনিয়াতেই নয় বরং সমগ্র ক্রীড়া জগতের এ্যাথলেটদের মধ্যেই অন্যতম সফল রজার ফেদেরার। বিশ্ব টেনিসের পুরুষ এককে সর্বোচ্চ ২০ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ফেড এক্সপ্রেসের দখলে। তার চেয়ে বেশি মেজর শিরোপা জয়ের রেকর্ড নেই আর কারও। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১০ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনাল খেলার কীর্তি তার। সবমিলিয়ে ৩১ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। অলিম্পিকেও সফল তিনি। দ্বৈতে স্বর্ণপদক জেতা ফেদেরার পুরুষ এককে ২০০৮ এবং ২০১২ সালে রৌপ্য পদক জয়ের স্বাদ পান। টেনিসের উন্মুক্তযুগে সর্বোচ্চ সময় বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করার রেকর্ডও তার দখলে। সর্বমোট ৩১০ সপ্তাহে শীর্ষস্থান নিজের করে রেখেছিলেন তিনি। চলতি বছরে আরেকটি রেকর্ডে নিজের নাম লেখালেন সুইস তারকা। বার্ষিক উপার্জনের নিরিখে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিকেও পেছনে ফেলেছেন রজার ফেদেরার। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকা সি আর সেভেন আর এলএম টেনকে টপকে বিখ্যাত সাময়িকী ফোর্বসের বিচারে এবার সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদদের তালিকার শীর্ষে উঠে এসেছেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। তবে এসবের পেছনে রহস্যটা কী? রজার ফেদেরার নিজেই জানিয়েছেন দীর্ঘসময় ধরে তার এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে ঘুম। হ্যাঁ, পর্যাপ্ত ঘুমানোর ফলেই নিজেকে কোর্টে দীর্ঘ সময় ধরে সফলতার সঙ্গে ধরে রাখতে পেরেছেন সুইস তারকা। এ প্রসঙ্গে রজার ফেদেরার বলেন, ‘যদি আমি প্রতিদিন ১১ থেকে ১২ ঘণ্টা না ঘুমাই তাহলে আমি আমার নিজেরই ক্ষতি করে ফেলতাম। এর চেয়ে কম ঘুমানোটা মোটেও ঠিক নয়।’ আগামী আগস্টেই ঊনচল্লিশে পা রাখবেন ফেদেরার। চোটের কারণে চলতি বছরে অবশ্য আর কোর্টে না নামার কথা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি। তবে এখনই ২০২১ মৌসুমে কোর্টে নিজের সেরাটা ঢেলে দেয়ার পরিকল্পনা করছেন রজার ফেদেরার। এদিকে করোনাভাইরাসের কারণে গত চার মাস ধরেই স্থগিত সব ধরনের টেনিস টুর্নামেন্ট। করোনার বাধা অতিক্রম করে আগস্টেই কোর্টে ফিরবে টেনিস। তবে ইউএস ওপেনে খেলবেন নাকি ফ্রেঞ্চ ওপেনে? তা নিয়ে দোটানায় স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। অন্যদিকে পরপর টুর্নামেন্ট হলে সেটা খেলোয়াড়দের জন্য কতটা নিরাপদ হবে তা নিয়ে উদ্বিগ্ন গ্রেট ব্রিটেনের সফল প্রতিনিধি এ্যান্ডি মারে। মার্চের মাঝামাঝি থেকে টেনিস বন্ধ। আগস্টের আগে কোন টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা নেই। ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর ইউএস ওপেন হওয়ার কথা। পনেরো দিন বাদে ফ্রেঞ্চ ওপেন। তার মাঝে মাদ্রিদ এবং রোমে মাস্টার্স ইভেন্ট রয়েছে ক্লে কোর্টে। এই দুটি টুর্নামেন্টও অতিমারীর জেরে পিছিয়ে গেছে। এই সব নিয়েই চিন্তিত স্পেনের টেনিস তারকা। নাদালের কাকা টনি নাদাল বলেছেন, ‘রাফার সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলেছি। ও দ্বিধায় রয়েছে। কোন টুর্নামেন্টে খেলবে বুঝতে পারছে না। এই সূচী অবাস্তব। বয়স বেড়েছে যাদের, তাদের জন্য আরও বেশি। তাদের পক্ষে কোন মতেই সপ্তাহের পর সপ্তাহ খেলে যাওয়া সম্ভব নয়। এটিপির ভাবনায় ভুল আছে। এই ধরনের সিদ্ধান্ত রাফা, জোকোভিচের মতো খেলোয়াড়দের বিরুদ্ধেই যাচ্ছে।’ পরপর টুর্নামেন্ট হলে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াতে হবে। দীর্ঘদিন কোর্ট থেকে দূরে থাকার পর সেটা কি সত্যিই সম্ভব হবে? চিন্তিত মারে বলেছেন, ‘খেলোয়াড়রা দীর্ঘদিন কোর্টে নামেনি। সেখানে ফিরেই নিউ ইয়র্কে সেমিফাইনাল বা ফাইনালে খেলে যদি ছুটতে হয় ক্লে কোর্টে খেলতে তা হলে সেটা কতখানি নিরাপদ হবে সেটাই ভাবাচ্ছে। আমার মতে র‌্যাঙ্কিংয়ের ব্যাপারে ভাবনাচিন্তা করা উচিত।’ গত বছর তার অস্ত্রোপচার হয়েছিল। অতিমারীর জেরে দীর্ঘ বিরতি পারফর্মেন্সে কি প্রভাব ফেলতে পারে? আত্মবিশ্বাসী মারে বলেন, ‘অনুশীলনের জন্য কিছুদিন সময় দরকার। সেটা করতে পারলেই সমস্যা হবে না। আবার আমাকে সেরা ছন্দে দেখতে পারবেন।’
×