ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাজী সালাউদ্দিনের সঙ্গে ১৮ ফুটবলারের মতবিনিময়

প্রকাশিত: ২১:১৮, ৩০ জুন ২০২০

কাজী সালাউদ্দিনের সঙ্গে ১৮ ফুটবলারের মতবিনিময়

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১৮ খেলোয়াড়ের এক মতবিনিময় সভা মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সালাউদ্দিন জাতীয় দলের প্রত্যেক ফুটবল খেলোয়াড় এবং তাদের পারিবারিক বিষয়ে খোঁজখবর নেন এবং নিজেকে সুস্থ রাখার স্বার্থে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার দিকনির্দেশনা দেন। সেই সঙ্গে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। আগামী ৮ অক্টোবর থেকে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২, কোয়ালিফায়ার্স’-এর ম্যাচ পুনরায় শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে কোচ নিয়োগ নিশ্চিত করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে আগস্টের প্রথম সপ্তাহ থেকে আবাসিক ক্যাম্প শুরুর সম্ভাবনা রয়েছে। খেলোয়াড়রা আগামী ফুটবল মৌসুম যথাসময়ে শুরুসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৯-২০’-এর ক্লাবের কাছ থেকে খেলোয়াড়দের চুক্তির অবশিষ্ট অর্থপ্রাপ্তির বিষয়ে যথাযথ উদ্দ্যোগ গ্রহণের অনুরোধ জানান।
×