ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বলিউড প্রসঙ্গে সুস্মিতা

প্রকাশিত: ২১:১৪, ৩০ জুন ২০২০

বলিউড প্রসঙ্গে সুস্মিতা

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে ছাড়িয়ে যেতে কম কটূক্তি শুনতে হয়েছে সুস্মিতা সেনকে। তবে মিস ইউনিভার্স খেতাব তার রাস্তাটা মসৃণ করে দিয়েছিল। অভিনেত্রী সুস্মিতা আবার প্রচারের আলোয়। পাঁচ বছর পর পর্দায় প্রত্যাবর্তন ঘটিয়েছেন সুস্মিতা। তার অভিনীত ‘আরিয়া’ মুক্তি পেয়েছে ওয়েব প্ল্যাটফর্মে। এরই মাঝে স্বজন পোষণের অভিযোগে তোলপাড় বলিউড। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে প্রসঙ্গে কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে গেছে বলিউড। এরই ফাঁকে সুস্মিতা বলেছেন, ছোট শহর থেকে অনেক তরুণ-তরুণী আসে যারা সিনেমা নিয়েই বাঁচে। তারা অভিনেতা-অভিনেত্রী বা পরিচালক হওয়ার বা অন্য কোন সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন দেখে। তাদের সাফল্যের খিদেটা দারুণ। তবে অনেকে এই ব্যাপারটাকে তাদের মরিয়া মনোভাব হিসেবে দেখেন। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতার যা বহর, তাতে এই মরিয়া মনোভাবই অনেককে চাপে ফেলে দেয়। পারফরম্যান্স নয়, সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার আর কার কাজ নেটিজেনরা কতটা পছন্দ করছেন, সেটা দিয়েই তার বিচার হয়। সুস্মিতা বলেন, বিশ্ব সুন্দরীর খেতাবের জন্যই তার কাছে সিনেমার প্রস্তাব আসতে শুরু করে। বহিরাগত হলেও। বলেছেন, অভিনেত্রী হতে চাইনি। তবে একবার নেমে পড়ার পর মনে হলো, আমিও শিখতে পারি ও নাম করতে পারি। হতে পারে আমি বিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি আর পর্দায় সেটা প্রতিফলিত হয়। আমি কঠোর পরিশ্রম করি। তবে কখনও মরিয়া ছিলাম না। জানতাম, যাই করি না কেন, একশ শতাংশ দেব। কাজটাকে শ্রদ্ধা করব। জানতাম, সেটা অর্জন করব। আমার সঙ্গে এক ঘরে থেকে এমন ভাষায় কথা বলা চলবে না, যেটা অনেকেই ‘চলো ঠিক আছে’ বলে কাটিয়ে যাবে।
×