ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুরু হলো ‘টিপু সুলতান’

প্রকাশিত: ২১:১৪, ৩০ জুন ২০২০

শুরু হলো ‘টিপু সুলতান’

সংস্কৃতি ডেস্ক ॥ দিনের আলোতে সুলতানের মতো ভাল ছেলে আর হয় না। সাত চড়েও রা করে না, তাকায় না চোখ তুলে। নিজে গড়ে তুলেছেন এতিমখানা। সেখানেই দিনজুড়ে নিজেকে নিবেদিত রাখেন। সময় পেলে নিজের ভাঙ্গা সাইকেলে চেপে ঘুরে ঘুরে গ্রামের কৃষককে নানা পরামর্শ দেন। কিন্তু দিনের সূর্য তার আলো নিয়ে বিদায় হওয়ার আগে সুলতানের নামের সঙ্গে একটা শব্দ বসিয়ে দিয়ে যায়, টিপু। রাতের অন্ধকার নামতেই দিনের ‘সুলতান’ হয়ে ওঠে ‘টিপু সুলতান’! টিভি নাটকের জন্য এমন রহস্যময় গল্পটি গেঁথেছেন হিরন জামান। নাম রেখেছেন ‘টিপু সুলতান’। আলমগীর খন্দকার দুলালকে সঙ্গে নিয়ে দীর্ঘ ধারাবাহিকটি নির্মাণ করেছেন চিত্রনাট্যকার নিজেই। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। আরও আছেন অপর্ণা ঘোষ, মৌটুসী বিশ্বাস, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, হেদায়েত নান্নু, আল মামুন, আ খ ম হাসান, চাঁদনী, শামীমা তুষ্টি, হাসান ফেরদৌস জুয়েল, লিটন খন্দকার। ২৬ পর্বের শূটিং শেষ হলেই শীঘ্রই আরও ২৬ পর্বের কাজ শুরু করবেন সংশ্লিষ্টরা। আজ থেকে আরটিভিতে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে সিরিজটি।
×