ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করাচী স্টক এক্সচেঞ্জে জঙ্গী হামলা, নিহত ৬

প্রকাশিত: ২১:০৯, ৩০ জুন ২০২০

করাচী স্টক এক্সচেঞ্জে জঙ্গী হামলা, নিহত ৬

পাকিস্তানের করাচীতে স্থানীয় স্টক এক্সচেঞ্জে জঙ্গী হামলার ঘটনায় দুই বেসামরিকসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন। সোমবার সকালের এ ঘটনায় পাক নিরাপত্তা বাহিনী চার হামলাকারীর সবাইকে হত্যা করেছে। প্রাথমিক প্রতিবেদনগুলোত বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার একটু আগে চার জঙ্গী তাদের গাড়ি থেকে নেমে গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে স্টক এক্সচেঞ্জ ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চলায়। এতে অন্তত দুই বেসামরিক নিহত ও অনেকে আহত হয়। খবর ডন ও বিবিসির। পুলিশের দাবি, তাদের নিরাপত্তা অভিযানে চার হামলাকারীও নিহত হয়। হামলাকারীদের কাছে ভারি অস্ত্রশস্ত্র ছিল। সব মিলিয়ে এ হামলার ঘটনায় প্রাণহানির সংখ্যা ৬। স্টক এক্সচেঞ্জ ভবনটির অবস্থান করাচীর উচ্চ নিরাপত্তা অঞ্চলে। কেন্দ্রীয় ব্যাংকসহ কয়েকটি বেসরকারী ব্যাংকেরও প্রধান কার্যালয় রয়েছে সেখানে। বিবিসি জানায় ভবনের মূল প্রবেশ পথে গ্রেনেড হামলা চালানোর পর ভেতরে প্রবেশ করে বন্দুকধারীরা। এরপর তারা গুলি ছুড়তে থাকে। তবে হামলাকারী ঠিক কতজন ছিল এবং তারা কারা সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পাকিস্তান স্টক এক্সচেঞ্জের পরিচালক আবিদ আলী হাবিব বলেছেন, কার পার্ক থেকে এসে বন্দুকধারীরা হামলা চালায় এবং প্রত্যেকের ওপর গুলি চালাতে শুরু করে। তবে জিও টিভি বলছে ভবনের ভেতরে আটকে পড়া লোকজনকে পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়েছে।
×