ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে মিলিটারী পুলিশের হাতে দুই মাদক কারবারি আটক

প্রকাশিত: ১৯:৫০, ২৯ জুন ২০২০

কক্সবাজারে মিলিটারী পুলিশের হাতে দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশন সেনানিবাসের মিলিটারী পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। আজ সোমবার সকালে রামু সেনানিবাসের এসএসডি এমপি গেট ও রামু- মরিচ্যা রোডে অস্থায়ী চেক পোস্টে মিলিটারি পুলিশ পৃথক এ দুটি অভিযান চালায়। আটক মো: রফিক বান্দরবান জেলার কালঘাটা গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র এবং সাহিদ কক্সবাজার জেলার উখিয়া থানার মুহুরীপাড়ার মো: রফিক উদ্দিনের পুত্র। সেনানিবাস সূত্রে জানা যায়, রামু- মরিচ্যা রোডে গমনাগমনকারী প্রতিটি যানবাহন তল্লাশিকালে দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্যরা মরিচ্যা হতে রামুগামী সিএনজির ড্রাইভার মো: রফিক ও মো: সহিদকে জিজ্ঞাসাবাদ করে। এতে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সিএনজি দু’টি তল্লাশি করে ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারী পুলিশ আটক দুই কারবারি মো: রফিক ও মো: সাহিদকে সিএনজি ও ইয়াবা সহ র‌্যাব -১৫ এর নিকট সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
×