ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বিয়ন্ড দ্যা প্যানডামিক’ আওয়ামী লীগের বিশেষ ওয়েব সেমিনার আগামীকাল

প্রকাশিত: ১৭:১৪, ২৯ জুন ২০২০

‘বিয়ন্ড দ্যা প্যানডামিক’ আওয়ামী লীগের বিশেষ ওয়েব সেমিনার আগামীকাল

স্টাফ রিপোর্টার ॥ করোনাকাল ও পরবর্তী বাংলাদেশ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ ওয়েব সেমিনার ‘বিয়ন্ড দ্যা প্যানডামিক’ এর অষ্টম পর্ব আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে রাত ১০ টায় শেষ হবে। ‘বিয়ন্ড দ্যা প্যানডামিক’ এর এবারের আলোচ্য বিষয় তরুণদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি:আগামীর কৌশল নির্ধারণ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, গুরুকুল অনলাইন লর্নিং প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা সুফি ফারুক ইবনে আবু বকর এবং দৈনিক জনকণ্ঠের সিনিয়র রির্পোটার বিভাষ বাড়ৈ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। অনুষ্ঠানটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, ভোরের কাগজ, বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, জাগোনিউজ ২৪,সময় টিভি. বার্তা ২৪ ও সারাবাংলার ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও অনুষ্ঠানটি বিজয় টিভিকে সরাসরি সম্প্রচার করা হবে।
×