ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে নতুন আরও ৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৬:৫২, ২৯ জুন ২০২০

পঞ্চগড়ে নতুন আরও ৫ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে নিরাপদ দূরত্ব না মানা, বাজার ও হাটগুলোতে মানুষের ভিড়, সঠিকভাবে মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্যবিধি না মানাসহ করোনাভাইরাস সম্পর্কে সচেতনতার অভাবে সামাজিক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সামাজিক সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পড়া বাধ্যতামুলক। সূত্রমতে, জেলায় নতুন করে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত সকলেই পঞ্চগড় সদর উপজেলার । আজ সোমবার দুপুর পর্যন্ত নতুন কোন শনাক্তের তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১শ‘ ৩৯ জনে। মারা গেছেন মুক্তিযোদ্ধাসহ ৩ জন। তবে, এরমধ্যে ১০৯ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন বলে সূত্রটি জানায়। জেলায় এ পর্যন্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পল্লী চিকিৎসক, ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, সদর হাসপাতালের সমাজসেবা বিভাগের অফিস সহকারী ও বেসরকারী ব্যাংকের পিওনও আক্রান্তের তালিকায় রয়েছেন। সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জনকণ্ঠকে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরীত ২ হাজার ১শ‘ ৭ টি নমূনার মধ্যে ২ হাজার ৪৫ টি নমূনার পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ৬২ টি নমূনার ফলাফল পাওয়া যায়নি। আক্রান্তদের মধ্যে ১০৯ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। .
×