ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমেরিকা সরাসরি লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে: আউন

প্রকাশিত: ১৩:২৬, ২৯ জুন ২০২০

আমেরিকা সরাসরি লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে: আউন

অনলাইন ডেস্ক ॥ লেবাননের প্রেসিডেন্ট মিশের আউন বলেছেন, আমেরিকা সরাসরি তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপারে একটি নেতিবাচক মন্তব্য করার পর প্রেসিডেন্ট আউন এ বক্তব্য দিলেন। বৈরুতভিত্তিক আরবি ভাষা টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত যে মন্তব্য করেছেন এবং আমেরিকায যে হস্তক্ষেপের নীতি অনুসরণ করছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। হিজবুল্লাহ সম্পর্কে তিক্ত মন্তব্য করার ব্যাপারে তিনি মার্কিন রাষ্ট্রদূতকে সতর্ক করে বলেন, যে সংগঠন সম্পর্কে তিনি এমন মন্তব্য করেছেন তা লেবাননের সমাজ এবং জনগণের মধ্যে অনেক বেশি জনপ্রিয়। এর আগে মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়া সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, লেবাননের সরকারে হিজবুল্লাহর অংশগ্রহণের কারণে আমেরিকা উদ্বিগ্ন। এ বক্তব্যের পর লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিট্টি মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেন।
×