ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অর্থে সেতু নির্মাণ

প্রকাশিত: ১১:৩৪, ২৯ জুন ২০২০

হবিগঞ্জে উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অর্থে সেতু নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাকুড়াকান্দি গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি সেতুর। এ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা নদীতে ৮৬ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থ একটি কাঠের সেতু নির্মাণের মাধ্যমে গ্রামবাসীর এ স্বপ্ন পূরণ হলো। নিজস্ব অর্থে এ সেতুটি নির্মাণ করে দেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সেতুটি নির্মাণ হওয়ায় গ্রামবাসীর দীর্ঘ দিনের দুঃখ কষ্ট দূর হয়েছে। ২৮ জুন আনুষ্ঠানিকভাবে মোতাচ্ছিরুল ইসলাম সেতুটির উদ্বোধন করে তাঁর পিতার প্রতিশ্রুতি পূরণ করেন। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২ লক্ষাধিক টাকা। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নের অন্তর্গত কাকুড়াকান্দি গ্রামের মানুষ দীর্ঘ দিন ধরে একটি সেতুর জন্য জনদুর্ভোগে ছিলেন। নদীটি পার হতে নৌকাই ছিল তাদের একমাত্র ভরসা। সারা বছরই এই রাস্তা দিয়ে চলতে হয় বিধায় গ্রামবাসী বাধ্য হয়ে এক পর্যায়ে বাঁশের তৈরী সাঁকো দিয়ে যাতায়াত করতো। তাদের এই দুঃখ কষ্টের কথা চিন্তা করে একটি সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন মোতাচ্ছিরুল ইসলামের পিতা আলহাজ্ব রইছ মিয়া। এই সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে তার পিতার প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন হয়েছে। মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি তৃণমূলের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। কথা দিয়েছিলাম সব সময় পাশে থাকব। তাই গ্রামবাসীর দুঃখ দূর করতে ব্যক্তিগত অর্থায়নে সেতুটি নির্মাণ করে দিলাম। এটা আমার ক্ষুদ্র প্রয়াস।
×