ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবশেষে টার্কিশ ও এয়ার এরাবিয়া ফ্লাইট চালানোর অনুমতি পেল

প্রকাশিত: ০০:৪২, ২৯ জুন ২০২০

অবশেষে টার্কিশ ও এয়ার এরাবিয়া ফ্লাইট চালানোর অনুমতি পেল

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে টার্কিশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। একই সঙ্গে এয়ার এরাবিয়াকেও ঢাকা থেকে ফ্লাইট অপারেট করার অনুমতি দেয়া হয়েছে। রবিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ দুটো এয়ারলাইন্সকে অনুমোদন দিয়েছে। রবিবার আলাদা দুটি চিঠিতে এই দুটি এয়ারলাইন্সকে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার কথা জানিয়ে দেয়া হয়েছে। টার্কিশ এয়ারলাইন্সকে সপ্তাহে ৩টি এবং এয়ার এরাবিয়াকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে মোট চার বিদেশী এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমানও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিদেশী এয়ারলাইন্সগুলো হলো এমিরেটস, কাতার, টার্কিশ ও এয়ার এরাবিয়া। টার্কিশ এয়ারলাইন্সকে আগামী ১ জুলাই থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। তবে টার্কিশ এয়ার সূত্রে জানা গেছে, তারা আগামী ৩ জুলাই থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে। এয়ার এরাবিয়াকেও ১ জুলাই থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। সপ্তাহের বুধবার ও শুক্রবার এই দুই দিন তারা ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করবে। এয়ার এরাবিয়া ঢাকা অফিস সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকেই তারা ফ্লাইট পরিচালনা করবে। সে হিসেবে আগামী বুধবার তাদের প্রথম ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জানা গেছে, বুধবার সকাল ৯টায় এয়ার এরাবিয়ার প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছাবে। এর পর ওই দিন সকাল ৯টা ৪০ মিনিটে ওই ফ্লাইট দুবাইয়ের শারজাহর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এয়ার এরাবিয়া এয়ারবাস ৩২০ দিয়ে ফ্লাইট পরিচালনা করবে।
×