ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে স্কুল পর্যায়ে ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতা, ব্যাপক উৎসাহ

প্রকাশিত: ২২:২২, ২৯ জুন ২০২০

বাগেরহাটে স্কুল পর্যায়ে ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতা, ব্যাপক উৎসাহ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে করোনা সচেতনতামূলক আন্তঃউপজেলা স্কুল পর্যায়ের ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। করোনা দুর্যোগের মধ্যেও শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ও করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাগেরহাটে এ ধরনের আয়োজন এই প্রথম। এ প্রতিযোগিতায় বাগেরহাটের ৯টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন, যা জেলাব্যাপী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। রবিবার এই আয়োজনের উদ্যোক্তা জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যক্তি সচেতনতা মূল নিয়ামক’ শীর্ষক আন্তঃজেলা অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় বাগেরহাটের নয়টি উপজেলা ও পৌরসভাকে নিয়ে মোট দশটি দল গঠন করা হয়েছে। সচেতনতা সৃষ্টি ও শিশুর প্রতিভা বিকাশের লক্ষ্যে স্কুল পর্যায়ে এই আন্তঃউপজেলা ভার্চুয়াল বিতর্কের আয়োজন। করোনার এ সময়ে ঘরে থাকা শিশুরাও এ ধরনের আয়োজনে উজ্জীবিত হচ্ছে। তাছাড়া জ্ঞানভিত্তিক যুক্তিবাদী সমাজ বিনির্মাণের পাশাপাশি প্রযুক্তির সাবলীল ব্যবহারের ক্ষেত্রেও ‘আন্তঃউপজেলা স্কুল পর্যায়ের ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতা’ সহায়ক। এমন আয়োজন পর্যায়ক্রমে আরও অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। বিচারক প্রফেসর চৌধুরী আঃ রব, প্রফেসর বুলবুল কবীর, অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, বাগেরহাট ফাউন্ডেশনের সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, এ্যাডভোকেট পারভীন আহমেদ, শিক্ষিকা আবিদা সুলতানা বলেন, সচেতনতা সৃষ্টি ও শিশুতোষ মনোজাগতিক বিকাশ সাধনের লক্ষ্যে ‘স্কুল পর্যায়ে আন্তঃউপজেলা ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতার এ আয়োজন অত্যন্ত প্রসংশনীয়। অংশ গ্রহণকারী শিক্ষার্থীরাও যুক্তি পাল্টা যুক্তির মধ্যদিয়ে প্রাণবন্ত বিতর্ক করছে।
×