ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে আইল্যান্ডে ট্রাক ॥ তিন শ্রমিক নিহত

প্রকাশিত: ২২:২১, ২৯ জুন ২০২০

মির্জাপুরে আইল্যান্ডে ট্রাক ॥ তিন শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৮ জুন ॥ মির্জাপুরে লোহার প্লেনশীট ভর্তি একটি ট্রাক সড়কের আইল্যান্ডে উঠে তিন শ্রমিক মারা গেছেন। শনিবার রাত দুটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার বনগ্রামের সাগিরুল (৩৫), একই উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের আব্দুল করিম (৩০) ও সোহেল (৩০)। পুলিশ জানায়, ঢাকা থেকে বগুড়াগামী লোহার প্লেনশীট ভর্তি ট্রাকটি শনিবার রাত দুটার পর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায় ট্রাকটি সামনের ও পিছনের চাকা আইল্যান্ডের ওপর উঠে যায়। দ্রুতগামী ট্রাকটি সজোরে ধাক্কা লেগে চাকা খুলে অন্যত্র ছিটকে পড়ে। ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালকের পেছনের আসনের কেবিনে বসে থাকা তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। রবিবার সকালে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় নিয়ে আসে। ঠাকুরগাঁওয়ে কৃষক নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভোকদগাজী নাওডোবা এলাকায় রবিবার দুপুরে পাকা সড়কের ওপর ধান মাড়াইকালে মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ধন দেব রায় (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ-নেকমরদ সড়কের ভোকদগাজী নাওডোবায় পাকা সড়কের ওপর ধানমাড়াইয়ের কাজ করছিলেন কৃষক ধন দেব। এ সময় সারবোঝাই দ্রুতগতির একটি মাহেন্দ্র ট্রলি পেছন থেকে ধানমাড়াই হোলারে ধাক্কা দেয়। এতে হোলারটি সড়কের পাশে পানিতে উল্টে পড়লে এর নিচে চাপা পড়লে কৃষক ধন দেবের পা ভেঙ্গে যায় এবং গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রওনা হলে পথে ওই কৃষক মারা যায়। নিহত কৃষক ধন দেব রায় সদর উপজেলার বিশ্বাসপুর গ্রামের কটকু রায়ের ছেলে। ঈশ্বরদীতে ভ্যান চালক স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী থেকে জানান, রবিবার সকালে ঈশ্বরদীর দিয়ার বাঘইল ক্লাব মোড়ে সড়ক দুর্ঘটনায় আব্দুস সাত্তার (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। তার বাড়ি পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে। জানা গেছে, মহাসড়ক দিয়ে ভ্যান চালিয়ে রুপপুর পাকার মোড় এলাকার দিকে যাওয়ার পথে উল্লিখিত স্থানে দুপুর একটায় ভ্যান চালককে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকাবাসী ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের দিয়ার বাঘইল ক্লাব মোড়ে প্রায় ত্রিশ মিনিট মহাসড়ক আবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। চকরিয়ায় যুবক স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, চকরিয়ার খুটাখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছে। সে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু এলাকার মুক্তিযোদ্ধা মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র। রবিবার বেলা ১১টায় খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র ও আইডি কার্ড সূত্রে নুরুজ্জামান আলী কদম নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী বলে নিশ্চিত করা গেছে।
×