ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিক্ষকের জরিমানা

প্রকাশিত: ২২:২০, ২৯ জুন ২০২০

শিক্ষকের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৮ জুন ॥ করোনায় স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রবিউল ইসলাম নামে এক শিক্ষককে ৬ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার সকালে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী কাজিরহাটে শিক্ষকের বাড়িতে ভাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। জানা যায় উপজেলায় স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালানোর অভিযোগে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাটে শিক্ষক রবিউল ইসলামকে কোচিংরত অবস্থায় আটক করে ভাম্যমাণ আদালতে তাকে ৬ হাজার টাকা জরিমানা করেন। এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশিনাথপুরে কয়েকজন শিক্ষকের বাড়িতে হানা দিলে শিক্ষক ও শিক্ষার্থীরা পালিয়ে যায়।
×