ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছয় ট্রলার জব্দ ॥ তিন লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২২:১৯, ২৯ জুন ২০২০

ছয় ট্রলার জব্দ ॥ তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৮ জুন ॥ ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার করায় মহিপুর থানা পুলিশ চারটি এবং মৎস্য বিভাগ কুয়াকাটা নৌপুলিশ দুইটি, মোট ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫২ জেলেকে আটক করেছে। সাগর থেকে ফেরার পথে আন্ধারমানিক মোহনায় শনিবার মধ্যরাত থেকে তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ চারটি এবং রবিবার সকালে দুইটি ট্রলার জেলেসহ আটক করে। ট্রলারগুলো হচ্ছে এফবি মায়ের দোয়া, এফবি মায়ের দোয়া-১, এফবি শাহারামনি, এফবি যুবায়ের, এফবি রিতু ফিস-১ ও এফবি রাকিবুল। মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব ট্রলার সাগরে মাছ শিকার করছিল। অধিকাংশ ট্রলারের মালিকের বাড়ি রাঙ্গাবালী উপজেলায়। সিনিয়র কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, আটক ট্রলারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং বরফকল চালানোর দায়ে মহিপুরের জননী আইসপ্লান্টের মালিক মোঃ হুমায়ুন কবিরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলেদের ছেড়ে দেয়া হয়েছে।
×