ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের স্বাস্থ্য খাতে দুই হাজার কোটি টাকা বরাদ্দ দাবি

প্রকাশিত: ২২:০৮, ২৯ জুন ২০২০

চট্টগ্রামের স্বাস্থ্য খাতে দুই হাজার কোটি টাকা বরাদ্দ দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারঘোষিত স্বাস্থ্যখাতে থোক বরাদ্দ ১০ হাজার কোটি টাকা থেকে ২ হাজার কোটি টাকা চট্টগ্রামের জন্য বরাদ্দ করার দাবি জানিয়েছে চট্টগ্রাম গণঅধিকার ফোরাম। রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতীকী অনশন কর্মসূচীতে নেতৃবৃন্দ এ দাবি জানান। সরকারী হাসপাতালসমূহে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, কোভিড-১৯ নমুনা টেস্টের জন্য আরও ব্যাপক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন ফোরাম নেতারা। চট্টগ্রাম গণঅধিকার ফোরাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আড়াই ঘণ্টাব্যাপী প্রতীকী অনশনে সভাপতিত্ব করেন উত্তর জেলার আহ্বায়ক নুরুল হাকিম লোকমান। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ সালাউদ্দিনের পরিচালনায় প্রতীকী অনশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এ হাশেম রাজু। তিনি বলেন, চট্টগ্রামের ভেঙ্গে পড়া স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধার ও কোভিড-১৯ মোকাবেলায় সরকার ঘোষিত স্বাস্থ্যখাতে থোক বরাদ্দ ১০ হাজার কোটি টাকা থেকে চট্টগ্রামের জন্য ন্যূনতম ২ হাজার কোটি টাকা বরাদ্দ, সরকারী হাসপাতালসমূহে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, কোভিড-১৯ টেস্টের জন্য আরও ব্যাপক ব্যবস্থা করাসহ ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। কর্মসূচীতে বক্তব্য রাখেন ইকো ফ্রেন্ডস’র সভাপতি ও গণ-অধিকার ফোরামের উপদেষ্টা উত্তম কুমার আচার্য, এফবিসিসিআই’র সদস্য মাহবুব রানা, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির (বাপউস) চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এসএম আবদুল মাবুদ প্রমুখ।
×