ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড় জয়ে মৌসুম শেষ বেয়ার্নের

প্রকাশিত: ২২:০৩, ২৯ জুন ২০২০

বড় জয়ে মৌসুম শেষ বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা মহামারী কাটিয়ে মাঠে ফেরার পর জার্মান বুন্দেসলিগার শিরোপা আগেই জিতে নিয়েছে বেয়ার্ন মিউনিখ। দুই রাউন্ড আগেই শিরোপা জয়ের উৎসব করেছেন মুলার-লেভানডোস্কিরা। এরপর আরও দু’টি ম্যাচ বাকি ছিল বাভারিয়ানদের। শনিবার রাতে সেটাও শেষ হয়েছে। এ রাতে বুন্দেসলিগায় অংশগ্রণকারী ১৮টি দলই ২০১৯-২০ মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামে। মৌসুম শেষের ম্যাচেও বড় জয় পেয়েছে চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ। উলফসবার্গ সফরে স্বাগতিকদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বেয়ার্ন। এই ম্যাচে এ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তারকা ফরোয়ার্ড টমাস মুলার। এবারের মৌসুমে তিনি সর্বোচ্চ ২১ গোলে সহায়তা করেছেন সতীর্থদের। এছাড়া দলের হয়ে চতুর্থ গোল করেন তিনি। এই গোলের মধ্য দিয়ে এবারের মৌসুমে ১০০তম গোলের মাইলফলক গড়েছে মিউনিখের পরাশক্তিরা। মৌসুম শেষে প্রতিটি দল ৩৪টি করে ম্যাচ খেলেছে। এতে চ্যাম্পিয়ন বেয়ার্নের ঝুলিতে জমা পড়েছে সর্বোচ্চ ৮২ পয়েন্ট। ৬৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। অবনমন হয়েছে ডুসেলডর্ফ ও প্যাডারবোর্নের। ডুসেলডর্ফ ৩০ পয়েন্ট নিয়ে ১৭তম ও প্যাডারবোর্ন ২০ পয়েন্ট নিয়ে স্থান পেয়েছে সবার তলানিতে। ম্যাচের চতুর্থ মিনিটে বেয়ার্নকে এগিয়ে দেন কিংসলে কোম্যান। ৩৭ মিনিটে মিকায়েল কুইসানসে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ৭১ মিনিটে জোসুয়া গুইলাভোগুই বেয়ার্নের কুইসানসেকে ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিক উলফসবার্র্গ। এই ফাউলে পেনাল্টি পায় অতিথিরা। স্পট কিক থেকে বেয়ার্নের তৃতীয় গোলটি করেন দলের সেরা তারকা রবার্ট লেভানডোস্কি। ৭৯ মিনিটে বেয়ার্নের চার নম্বর গোলটি করেন আরেক তারকা মুলার।
×