ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হঠাৎ আইসোলেশনে উইন্ডিজ কোচ

প্রকাশিত: ২২:০২, ২৯ জুন ২০২০

হঠাৎ আইসোলেশনে উইন্ডিজ কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ সবকিছু ঠিকঠাক মতোই এগোচ্ছিল। ইংল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে প্রস্তুতিপর্ব শুরু করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ জুলাই সাউদাম্পটন টেস্ট দিয়ে শুরু তিন ম্যাচের সিরিজ। এর মধ্য দিয়ে করোনাকালে প্রায় সাড়ে তিন মাস পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডে জীবাণু সুরক্ষিত পরিবেশে ছিল গোটা ক্যারিবীয় দল। কিন্তু হুট করেই এক আত্মীয়ের অন্ত্যষ্টিক্রিয়ায় অংশ নেন কোচ ফিল সিমন্স। ফলে এখন হোটেলে ‘সেলফ আইসোলেশনে’ থাকতে হচ্ছে তাকে। কোচকে ছাড়াই অনুশীলন করতে হচ্ছে জেসন হোল্ডারদের। ‘এটা আমাদের প্রস্তুতিতে কোন প্রভাব ফেলছে না। আমরা আমাদের কাজটা ঠিক মতোই করছি। প্রস্তুতিটা সেভাবেই নিচ্ছি। একইসঙ্গে আমাদের কোচিং স্টাফদের বহরটাও বড়। তাই সমস্যার কিছু দেখছি না’ বলেন উইন্ডিজ পেসার আলজারি জোসেফ। করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সফর করছে ক্যারিবীয়রা। অভিযোগ আছে ইংল্যান্ডের কাছ থেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে অধিনায়ক হোল্ডার সেটি উড়িয়ে দিয়ে বলেছেন, গোটা বিশ্ব চায় মাঠে খেলা ফিরুক, আর ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত তারা। পরের দুটি টেস্টই হবে ওল্ডট্র্যাফোর্ডে। থাকবে না কোন দর্শক। বলে থুথুর ব্যবহার নিষিদ্ধ।
×