ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফিকে নিয়ে আবার গুজব!

প্রকাশিত: ২২:০০, ২৯ জুন ২০২০

মাশরাফিকে নিয়ে আবার গুজব!

স্পোর্টস রিপোর্টার ॥ গত ২০ জুন কোভিড-১৯ পজিটিভ নিশ্চিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি এখন পর্যন্ত ঘরে থেকেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছেন। কিন্তু অষ্টমদিনে এসেই গুঞ্জন ওঠে মাশরাফি ইতোমধ্যেই করোনা নেগেটিভ হয়ে উঠেছেন। কিন্তু মাশরাফি নিজেই জানিয়েছেন, এখন পর্যন্ত পুনরায় টেস্ট করাননি তিনি, তাই নেগেটিভ হওয়ার প্রশ্নই আসে না। করোনা আক্রান্ত হওয়ার মাত্র তিনদিনের মাথায় মাশরাফিকে নিয়ে গুজব উঠেছিল তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং হাসপাতালে ভর্তি হবেন তিনি। কিন্তু মাশরাফি নিজেই পরবর্তীতে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি উড়িয়ে দিয়ে সবাইকে আহ্বান জানান গুজবে কান না দিতে। এরপরও গুজব ছড়িয়েই যাচ্ছে কিছু মানুষ। সেই গুজবের অংশ হিসেবে আবারও ছড়িয়ে পড়ে করোনা নেগেটিভ হয়েছেন মাশরাফি। এবারও তাই বিষয়টি নিয়ে মাশরাফিকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা বলতে হয়েছে। রবিবার দুপুওে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পরপর টেস্ট করানোর ইচ্ছে আছে।’ তবে মাশরাফি জানিয়েছেন তিনি বেশ ভালই আছেন। বড় ধরনের কোন সমস্যাও বোধ করছেন না। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভাল আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোন শারীরিক সমস্যা নেই।’ আবারও তিনি দেশবাসীর কাছে নিজের জন্য ও আক্রান্ত সবার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। সেই সঙ্গে করোনা প্রতিরোধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন মাশরাফি, ‘আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভাল থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।’
×