ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এ্যান্টিবডি কিট ব্যবহার নীতিমালা চূড়ান্ত

প্রকাশিত: ২১:৫৬, ২৯ জুন ২০২০

এ্যান্টিবডি কিট ব্যবহার নীতিমালা চূড়ান্ত

স্টাফ রিপোর্টার ॥ কোভিড-১৯ এর বিরুদ্ধে শরীরে এ্যান্টিবডি তৈরি হয়েছে কি না জানতে ব্যবহারের বিধান রেখে এ্যান্টিবডি কিট ব্যবহার নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতর সূত্র এ খবর নিশ্চিত করেছে। নীতিমালাটি চূড়ান্ত অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকার চাইলে দ্রুত দেশে এ্যান্টিবডি কিট ব্যবহারের অনুমোদন দেয়া হবে। ওষুধ প্রশাসন অধিদফতর বলছে, এই কিট নোভেল করোনাভাইরাস শনাক্তের জন্য ব্যবহার করা যাবে না। নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে শরীরে এ্যান্টিবডি তৈরি হয়েছে কি না জানতে এই কিট ব্যবহার করা হবে। নোভেল করোনাভাইরাসের বিস্তারের পর বিশ্বে এ্যান্টিবডি কিট নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। করোনা সংক্রমণের শুরুতে এই কিটে পরীক্ষা করলে কোন ফলাফল পাওয়া যায় না। সাধারণত ব্যক্তির শরীরে ভাইরাস প্রতিরোধী এ্যান্টিবডি তৈরি হলে কেবলমাত্র এই কিটে পজেটিভ ফলাফল আসে। তখন ওই ব্যক্তি করোনা আক্রান্ত বলে জানা যায়। সাধারণত সাত থেকে ১৪ দিনের মাথায় রোগীর শরীরে এ্যান্টিবডি সৃষ্টি হয়। ওষুধ প্রশাসন অধিদফতরের এক কর্মকর্তা বলেন, আমরা এই কিট ব্যবহারের নীতিমালা করেছি সার্ভেইলেন্সের জন্য। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সুস্থ হলে তার রক্তে ইমিউনিটি তৈরি হলো কি না তা এ্যান্টিবডি পরীক্ষায় বোঝা যাবে। এ্যান্টিবডি থাকলে তিনি প্লাজমা দিতে পারবেন। এই পরীক্ষার মাধ্যমে সম্ভাব্য প্লাজমাদাতাদের চিহ্নিত করা সহজ হবে।
×