ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ অর্থবিল, কাল পাস হবে বাজেট

প্রকাশিত: ২১:৫২, ২৯ জুন ২০২০

আজ অর্থবিল, কাল পাস হবে বাজেট

বিশেষ প্রতিনিধি ॥ করোনা আতঙ্কের মধ্যেই পাঁচদিন মুলতবির পর আজ সোমবার বেলা ১১টায় পুনরায় বসছে সংসদের চলতি বাজেট অধিবেশন। ইতিহাসের সংক্ষিপ্ত এই অধিবেশনে আজই অর্থবিল পাস হবে এবং আগামীকাল মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পাস হবে। করোনা টেস্টে নেগেটিভ আসা সংসদ সদস্যরাই সংসদ অধিবেশনে যোগ দেবেন। বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনাও আজ সোমবার শেষ হচ্ছে। শেষদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় অংশ নেয়ার পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমাপনী বক্তব্য দেবেন। এর পর আগামী অর্থবছরের জন্য আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন আইনসহ কতিপয় বিদ্যমান আইন আরও যুগোপযোগী করে অর্থবিল-২০২০ পাস হবে। গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। নানা সতর্কতা সত্ত্বেও একের পর এক সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাই সংসদ অধিবেশনে যোগ দিয়ে যাতে কেউ করোনা আক্রান্ত না হন, সেজন্য বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। ইতোমধ্যে অধিবেশনে যোগ দেবেন, এমন সংসদ সদস্যদের করোনাভাইরাসের নমুনা টেস্ট করানো হয়েছে। বাজেট পাস হওয়ার আগ পর্যন্ত তাঁদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। অধিবেশনে স্বল্পসংখ্যক এমপির উপস্থিতি ও আলোচনায় এবার বাজেট পাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন মাত্র ৮ কার্যদিবসে শেষ হচ্ছে। গত ১০ জুন শুরু হওয়া অধিবেশন এ পর্যন্ত ৫ কার্যদিবস বসেছে। আজ সোমবার অর্থবিল পাস এবং আগামীকাল মঙ্গলবার ৩০ জুন বাজেট পাস হবে। এর পর একদিন সমাপনী হবে। অর্থাৎ অতীতে বাজেট অধিবেশন দীর্ঘ হলেও করোনা পরিস্থিতির কারণে এটি হচ্ছে সংক্ষিপ্ততম অধিবেশন। যে অধিবেশনে মাত্র একদিন প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা হয়েছে। সংক্ষিপ্ত এই অধিবেশনে অন্তত ১৫ থেকে ২০ ঘণ্টা আলোচনার পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওযায় তা কমিয়ে আনা হয়। অতীতে বাজেটের ওপর ৬০ থেকে ৬৫ ঘণ্টা আলোচনার রেকর্ড রয়েছে। এ ব্যাপারে সরকারের একাধিক সিনিয়র সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, অধিবেশনটি বর্তমান পরিস্থিতিতে সংক্ষিপ্ত হলেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বাজেট পাস করা হবে। অধিবেশন কক্ষসহ সংসদ ভবনে করোনা সংক্রমণ মোকাবিলায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার এই দুই কার্যদিবস সংসদ অধিবেশন চলবে। বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করে জুলাইয়ের প্রথম সপ্তাহে কোন একদিন সমাপনী করা হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে অধিবেশন সংক্ষিপ্ত করার পাশাপাশি উপস্থিতিও নিয়ন্ত্রণ করা হয়েছে।
×