ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমিরাত থেকে বিমানের বিশেষ ফ্লাইটে আনা হয়েছে ১২৩ লাশ

প্রকাশিত: ২১:৫০, ২৯ জুন ২০২০

আমিরাত থেকে বিমানের বিশেষ ফ্লাইটে আনা হয়েছে ১২৩ লাশ

স্টাফ রিপোর্টার ॥ করোনা তা-বের শিকার হয়ে সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণকারী ১২৩ বাংলাদেশীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিমান বাংলাদেশের স্পেশাল ফ্লাইটে এসব মরদেহ পাঠিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। চলমান বৈশ্বিক মহামারীর সময় ৫০ দিনে দেশটিতে করোনা সংক্রমণে এবং অন্য কারণে মৃত্যুবরণকারী বাংলাদেশীর মরদেহ দেশে আনা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে- সরকারী উদ্যোগে দ্রুততম সময়ে যথাযোগ্য মর্যাদায় এসব মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া এ সময়ে দেশে এসেছে অন্তত ৫ হাজার প্রবাসী বাংলাদেশী। বিমান জানিয়েছে- এ প্রক্রিয়ায় মরদেহ ও যাত্রী ফিরিয়ে আনার কাজ অব্যাহত থাকবে। আপাতত স্পেশাল ফ্লাইটে এসব মরদেহ ও প্রবাসী শ্রমিকদের আনা হলেও সিডিউল ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
×