ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিএমপিতে বাড়ানো হলো পাঁচ উপ-পুলিশ কমিশনারের পদ

প্রকাশিত: ২১:০০, ২৯ জুন ২০২০

সিএমপিতে বাড়ানো হলো পাঁচ উপ-পুলিশ কমিশনারের পদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) উপ পুলিশ কমিশনারের পাঁচটি পদ বাড়ানো হয়েছে। সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান রবিবার এ পাঁচটি পদ বাড়িয়ে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করেছেন বলে জনসংযোগ শাখার পক্ষ থেকে জানানো হয়েছে। সিএমপির গোয়েন্দা শাখায় এতদিন উত্তর ও বন্দর জোনে দুজন উপ পুলিশ কমিশনার ছিলেন। এখন দক্ষিণ ও পশ্চিম জোন সৃষ্টি করে ২ জনকে দায়িত্ব দেয়া হয়েছে। গোয়েন্দা শাখার উপ কমিশনার (উত্তর) মিজানুর রহমানকে দক্ষিণে এবং উত্তর জোনে দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ আলী হোসেনকে। এছাড়া নবগঠিত পশ্চিম জোনে দায়িত্ব পালন করবেন মোঃ মঞ্জুর মোরশেদ। ট্রাফিক বিভাগেও দক্ষিণ ও পশ্চিম জোন সৃষ্টি করা দুজন উপ কমিশনারকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড় প্রসিকিউশন শাখায় এতদিন উপ কমিশনারের কোন পদ ছিল না। গোয়েন্দা শাখার একজন উপ কমিশনার এক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পালন করতেন। প্রসিকিউশন শাখার নতুন পদ সৃষ্টি করে এনএম নাসির উদ্দিনকে উপ কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে। অতিরিক্ত উপ কমিশনারের তিনটি পদেও রদবদল আনা হয়েছে। অপরাধ বিভাগের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ কমিশনার পঙ্কজ বড়ুয়াকে বন্দর জোনের দায়িত্ব দেয়া হয়েছে। পিওএম বিভাগ থেকে এএম হুমায়ুন কবিরকে পশ্চিম জোনের দায়িত্ব দেয়া হয়েছে। এস্টেট এ্যান্ড বিল্ডিং শাখা থেকে নাদিয়া নুরকে সরবাহ ও এমপি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
×