ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

থ্যালাসেমিয়া রোগীরা রক্তের জোগান পাবেন

প্রকাশিত: ২১:০০, ২৯ জুন ২০২০

থ্যালাসেমিয়া রোগীরা রক্তের জোগান পাবেন

স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারীতে রক্তজনিত অনেক জটিল রোগের চিকিৎসায় বিঘœ ঘটছে। এই ধরনের একটি রোগ থ্যালাসেমিয়া। প্রতিবছর প্রায় ১০ হাজার শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়া বয়স্ক ব্যক্তিরাও থ্যালাসেমিয়ায় আক্রান্ত হচ্ছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, প্রতি দুই সেকেন্ডে বিশ্বের কোথাও না কোথাও কারও জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের বর্তমানে রক্তপ্রাপ্তি কঠিন হয়ে পড়েছে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিন্তা করে তথ্যপ্রযুক্তি বিভাগ (আইসিটি) ফেসবুক ও ব্লাডম্যান বিডির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি এমন একটি চুক্তির ফলে থ্যালাসেমিয়া রোগীরা রক্তের জোগান পাবেন। এ তথ্য জানিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ। আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, ফেসবুকের রক্তদান ফিচারটি দেশজুড়ে বিস্তৃত স্বেচ্ছায় রক্তদাতাদের একত্রিত করার জন্য একটি প্রয়োজনীয় টুল। ঢাকার বাইরেও রক্তদানকারীদের রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করার অন্যতম দ্রুত ও সহজ উপায় এটি। স্বেচ্ছাসেবী রক্তদাতা পেলেই নিরাপদ ও নির্ভরযোগ্য রক্ত সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হয় এবং সঙ্কটের মুহূর্তে রক্ত পাওয়ার নিশ্চয়তা থাকে। আমি ফেসবুকে রক্তদাতা হওয়ার জন্য সাইন আপ বা কাউকে রক্তদানে উদ্বুদ্ধ করতে সবাইকে উৎসাহ দেই যাতে প্রয়োজনে নিরাপদ রক্ত পাওয়া নিশ্চিত হয়। প্রতিমন্ত্রী জানান, ফেসবুক এবং আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশের প্রথম ডিজিটাল রক্তদান সংস্থা ব্লাডম্যান, ফেসবুকের রক্তদানের ফিচারটি কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশের ব্লাড ব্যাংকগুলোকে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে। সূত্র জানিয়েছে, দুই বছর আগে ফেসবুকে রক্তদান ফিচারটি চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ৭০ মিলিয়নের বেশি মানুষ স্বেচ্ছাসেবী রক্তদাতা হিসেবে সাইন আপ করেছেন যার মধ্যে শুধু বাংলাদেশ থেকেই রয়েছেন আট মিলিয়নের বেশি রক্তদাতা। রক্তদানের ফিচারটি ব্যবহারের মাধ্যমে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তা জানিয়েছেন ফেসবুকের স্থানীয় অংশীদাররাও। ব্লাডম্যান বাংলাদেশ এমন একটি উদাহরণ যারা জানিয়েছে ২০১৮ সাল থেকে এই টুলটি ব্যবহার করে রক্তদানকারীদের সংখ্যা ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফেসবুকে রক্তদাতা হিসেবে নিবন্ধন করতে http://facebook.com/donateblood| কিভাবে ফেসবুক রক্তদানের ফিচারটি কার্যকরভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আরও তথ্যের জন্য https:// socialgood.fb.com/health/blood-donations এই সাইটটি ভিজিট করে নিতে পারেন রক্তদাতা যে কোন ব্যক্তি।
×