ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রেস্ট সিকিউরিটিজ নিয়ে কমিটি গঠন ॥ ৫ দিনের মধ্যে প্রতিবেদন

প্রকাশিত: ২০:৫৪, ২৯ জুন ২০২০

ক্রেস্ট সিকিউরিটিজ নিয়ে কমিটি গঠন ॥ ৫ দিনের মধ্যে প্রতিবেদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীদের টাকা আত্মসাত ও বন্ধের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাচ্ছে ডিএসই। রবিবার ডিএসইর জরুরী পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসইর আরএডি বিভাগের নেতৃত্বে গঠিত কমিটি আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এছাড়া ক্রেস্ট সিকিউরিটিজের ব্যাংক হিসাবসহ সকল আর্থিক প্রতিষ্ঠানের হিসাব জব্দ করার সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট জায়গায় চিঠি দেয়া হয়েছে। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদ উল্লাহ দেশের মধ্যে অবস্থান করছেন। তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সদস্য ক্রেস্ট সিকিউরিটিজ কোন ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ঝুলছে তালা। গ্রাহকদের বিভিন্ন সময়ে চেক দিলেও ব্যাংকে জমা দেয়ার পর তা নগদ করা যাচ্ছে না। করোনার এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে গ্রাহকরা। দীর্ঘদিন মন্দা থাকা পুঁজিবাজারে আবারও নেতিবাচক খবর। এতে করে আস্থা হারাচ্ছে বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের অভিযোগ, ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদ উল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা বিনিয়োগকারীদের টাকা আত্মসাত করে পালিয়ে গেছেন।
×