ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ওপর ভর করে সাড়ে ৯ বছরে সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ২০:৫২, ২৯ জুন ২০২০

গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ওপর ভর করে সাড়ে ৯ বছরে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের শেয়ারে ভর করে পুঁজিবাজারে লেনদেনে রেকর্ড পরিমাণ উত্থান হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আড়াই হাজার কোটি টাকা অতিক্রম করেছে; যা গত সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে। ডিএসইতে সূচকেরও উর্ধমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইতে সর্বোচ্চ ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। প্রসঙ্গত, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের মূল কোম্পানি যুক্তরাজ্যের সেটফার্স্ট লিমিটেড শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের হাতে থাকা ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ইউনিলিভারের সহযোগী প্রতিষ্ঠান ওভারসিজ হোল্ডিংস বিভি কিনে নেয়। কোম্পানিটির শেয়ার রবিবার ব্লক মার্কেটে ক্রয়-বিক্রয় হয়েছে। এর মাধ্যমে শুধু গ্ল্যাক্সোস্মিথক্লাইন এককভাবে ২ হাজার ২২৫ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা। এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে ভারতের গ্ল্যাক্সোস্মিথক্লাইনের অংশকে কিনে নেয় হিন্দুস্তান ইউনিলিভার। গ্ল্যাক্সোস্মিথক্লাইনের বড় লেনদেনের দিনে ইউনাইটেড পাওয়ার জেনারেশন নামের কোম্পানিটিরও ব্লক মার্কেটে ২২০ কোটি টাকা লেনদেন হয়েছে। এদিন ডিএসই প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, দর কমেছে ১২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩৫টির। রবিবার ডিএসইতে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগেরদিন থেকে ২ হাজার ৪৭৪ কোটি ৮৯ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৮ কোটি ৩৫ লাখ টাকার। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ঃ বেক্সিমকো ফার্মা, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইন্দোবাংলা ফার্মা, স্কয়ার ফার্মা, লিন্ডে বিডি, সিটি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও এসিআই। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ঃ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স, এসিআই, এসিআই ফর্মুলেশন, পাওয়ার গ্রিড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও ফার্মা এইড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৪ পয়েন্টে। সিএসইতে লেনদেনে বড় উত্থান হয়েছে। টাকার অঙ্কে সিএসইতে ২৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ২৯টির দর বেড়েছে, কমেছে ৯টির। আর ৯৯টির দর অপরিবর্তিত রয়েছে।
×