ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে নতুন ৩৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৩৭৮

প্রকাশিত: ২০:০১, ২৮ জুন ২০২০

কিশোরগঞ্জে নতুন ৩৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৩৭৮

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭৮ জন। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান গণমাধ্যমে সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ১৯ জুন ঢাকাস্থ মহাখালীর আইপিএইচ থেকে সংগৃহীত ১২৬ জনের নমুনায় ১০ জনের পজিটিভ (পুরাতন পজিটিভ ৩ জনসহ) ও ১১৩ জনের নেগেটিভ পাওয়া গেছে। এছাড়া ২১, ২২, ও ২৫, ২৬ ও ২৭ জুন (আংশিক) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো ১৪৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের পজিটিভ (পুরাতন পজিটিভ ৩ জনসহ) ও ১২১ জনের নেগেটিভ পাওয়া গেছে। বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২৫ জুন সংগৃহীত ৯ জনের নমুনায় ৬ জনের পজিটিভ ও ৩ জনের নেগেটিভ পাওয়া গেছে। এখন পর্যন্ত জেলায় মোট এক হাজার ৩৭৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ৯৭ জনসহ জেলায় মোট ৬৬৩ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। আর করোনা পজিটিভ হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলায় একজনসহ জেলায় সর্বমোট ২৩ জন রোগী মারা গেছেন। বর্তমানে জেলার ৬৯২ জন ও অন্য জেলা হতে আগত দু’জনসহ মোট ৬৯৪ জন করোনা পজিটিভ রোগী ও ৮ জন রোগী নেগেটিভ/সাসপেক্টটেড আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ৩ জন কোভিট-১৯ পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি জেলায় ৫২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
×