ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনলাইনে শৌখিন থিয়েটারের মাইকেল স্মরণ আজ

প্রকাশিত: ১৯:৪৫, ২৯ জুন ২০২০

অনলাইনে শৌখিন থিয়েটারের মাইকেল স্মরণ আজ

স্টাফ রিপোর্টার ॥ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৭ তম প্রয়াণ দিবস আজ সোমবার। এ উপলক্ষে শৌখিন থিয়েটার বিশেষ এক স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে আজ রাতে। ‘মাইকেল স্মরণ, মাইকেল কথন’ শীর্ষক দুই পর্বে বিভক্ত আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হবে শৌখিন থিয়েটারের নিজস্ব ফেজবুক পেজে। প্রথম পর্বটি শুরু হবে রাত ৯টায়। হামিদুর রহমান পাপ্পুর পরিচালনা ও সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন ড. আশীষ গোস্বামী, মিলনকান্তি দে ও সাইমন জাকারিয়া। উৎপল দত্তের মাইকেল প্রসঙ্গে ড. আশিষ গোস্বামী, অমলেন্দু বিশ্বসের বিদ্রোহী মাইকেল প্রসঙ্গে মিলনকান্তি দে এবং দেশ-বিদেশের মাইকেল প্রসঙ্গে বলবেন সাইমন জাকারিয়া। আলোচনার দ্বিতীয় পর্বে ভারতের বিশিষ্ট অভিনেতা গৌতম হালদার মাইকেল সম্পর্কে কথা বলবেন এবং তাকে নিয়ে যেসব নাটক বা পালা হয়েছে তার খন্ডবিশেষে অভিনয় করবেন। মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য ‘মেঘনাদ বধ’ কাব্যের সৃজন, বিশ্লেষণ এবং নিজের একক অভিনয় দিয়ে বহুমাত্রিক চরিত্রের রূপায়ন দেখা যাবে আয়োজনের দ্বিতীয় পর্বে। আয়োজনের গ্রন্থনায় অপূর্ব কুমার কুন্ডু। শৌখিন থিয়েটারের প্রধান নির্বাহী হামিদুর রহমান পাপ্পুর বিশ্বাস, এই সামগ্রিক আয়োজন বর্তমান থমকে থাকা সময়ে সুধী দর্শক-শ্রোতাকে কিছুটা সময়ের জন্য হলেও জ্ঞান, বিনোদন এবং আনন্দে ভরিয়ে তুলবে।
×