ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মস্কোর রুশ জঙ্গী বিমানকে মার্কিন বাহিনীর ধাওয়া

প্রকাশিত: ১৯:২২, ২৯ জুন ২০২০

মস্কোর রুশ জঙ্গী বিমানকে মার্কিন বাহিনীর ধাওয়া

আফগানিস্তানে মোতায়েনকৃত মার্কিন তথা ন্যাটো সেনাদের হত্যা করতে তালেবানসংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীকে অর্থ দেয়ার খবর নাকচ করে দিয়েছে রাশিয়া। এ ধরনের খবরকে ভিত্তিহীন আখ্যায়িত করেছে দেশটি। তালেবানের পক্ষ থেকেও রাশিয়ার কাছ থেকে অর্থ নেয়ার খবর নাকচ করে দেয়া হয়েছে। খবর বিবিসি ও এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়, আফগানিস্তানে মার্কিন তথা ন্যাটো সেনাদের হত্যা করতে তালেবানসংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আর্থিক পুরস্কারের প্রস্তাব দিয়েছিল মস্কো। গত বছর আফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য গোপনে তালেবানদের সঙ্গে যোগাযোগ করে ইউরোপে হত্যাকাণ্ড পরিচালনায় জড়িত রুশ সামরিক গোয়েন্দা সংস্থা। মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর জন্য কিছু তালেবান সদস্যকে অর্থও পরিশোধ করা হয়েছে। প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউস, সিআইএ ও ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধানের দফতর মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বলেছে, এটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বুদ্ধিবৃত্তিক সামর্থ্যরে নিম্নমান প্রমাণ করছে। এদিকে রাশিয়ার অন্তত চারটি যুদ্ধবিমানকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান।
×