ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ১৪:০২, ২৮ জুন ২০২০

কিশোরীগঞ্জে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভারি বর্ষণে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার চারালকাটা ও যমুনেশ্বরী নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। আজ ররিবার এলাকাবাসী জানায় নদীর ভাঙ্গন এথন গ্রামের দিকে সরে আসছে। ফলে যে কোন সময় বেশ কিছু বসতবাড়ি নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে। এদিকে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। তিনি কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের তেলীপাড়া, ময়দানপাড়া, রূপালী কেশবা গ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এছাড়া তিনি উপজেলার অন্যান্য ভাঙ্গন এলাকার খোজখবর নেন ও জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুরের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোফাখখারুল ইসলাম প্রমুখ।
×