ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে স্বেচ্চাসেবক সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার

প্রকাশিত: ১৩:৩০, ২৮ জুন ২০২০

গফরগাঁওয়ে স্বেচ্চাসেবক সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে স্মাইল নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইলের ২০/২৫ জন স্বেচ্ছাসেবক মশাখালি রেলষ্টেশন থেকে বাইলন্যা ব্রীজ পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ গ্রামীন কাঁচা রাস্তার সংস্কার কাজ করে। মশাখালী রেলষ্টেশন থেকে বাইলন্যা ব্রীজ পর্যন্ত মশাখালী গ্রামের এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তার বিভিন্ন স্থান ভাঙ্গাচোরা। বৃষ্টি হলেই ভাঙ্গা অংশ কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েন বাইলন্যা, কান্দি, প্রসাদপুর, মুখী গ্রামের একাংশের কয়েক হাজার মানুষ। এই রাস্তার শীলা নদীতে এলজিইডি দুই বছর আগে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৯৪ মিটার দীর্ঘ ব্রীজ নির্মাণ করে কিন্ত রাস্তাটি পাকা করে নাই, এমনকি গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন সংস্কারও করে নাই । এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়ত করে । বর্ষায় রাস্তার অবস্থা খারাপ থাকায় স্মাইলের স্বেচ্ছাসেবকগন স্বেচ্চাশ্রমে শুক্রবার থেকে এই রাস্তার সংস্কারকাজ শুরু করেন। উল্লেখ্য, স্মাইল নামক নামের স্বেচ্ছাসেবী এ সংগঠনটি দীর্ঘদিন ধরে গফরগাঁও উপজেলাব্যাপী বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
×