ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

প্রকাশিত: ১৩:০৫, ২৮ জুন ২০২০

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

অনলাইন ডেস্ক ॥ ক্যালিফোর্নিয়ার রেড ব্লাফে ওয়ালমার্টের বিতরণ কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। খবর সিএনএনের। হামলার কারণ কিংবা হামলাকারী কে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। রেড ব্লাফ সিটি ম্যানেজার রিক ক্র্যাবট্রির বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদন বলছে, এক ব্যক্তি গাড়ি নিয়ে বিতরণ কেন্দ্র ভেঙে ভেতরে ঢুকে পড়ে অতর্কিত গুলি চালায়। দেয়াল ভেঙে গাড়ি ভেতরে ঢুকে পড়ায় সেখানে আগুন ধরে যায়। এ সময় বিতরণ কেন্দ্রটিতে অন্তত ২০০ কর্মী ছিলেন। ক্র্যাবট্রি বলেন, এ সময় গুলিবর্ষণকারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ওই সন্দেহভাজনকে গুলি করেছে কিনা, তা পরিষ্কার নয়। ডিগনিটি হেলথ নর্থ স্টেটের মিডিয়া রিলেশন ম্যানেজার অ্যালিসন হেনড্রিকসন জানান, ওয়ালমার্টের বিতরণ কেন্দ্র থেকে রেড ব্লাফের এলিজাবেথ কমিউনিটি হাসপাতালে গুলিবিদ্ধ ৬ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে দুজন তখনই মারা গেছেন। আর বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। হাসপাতালে যাদের আনা হয়েছে, তাদের বয়স বা আঘাতের ধরন সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। শনিবার রাতে তেহমা কাউন্টি শেরিফ দফতরের মুখপাত্র ইভেট বোর্ডেন ফোনে সিএনএনকে জানান, ওই বিতরণ কেন্দ্র থেকে জরুরি বিভাগে অনেক কল আসে আর সব কলেই একজন বন্দুকধারী বেশ কয়েকটি গুলি করেছে বলে জানানো হয়। পরিস্থিতি সম্পর্কে তারা অবহিত আছেন বলে ওয়ালমার্টের এক মুখপাত্র ফোনে সিএনএনকে জানিয়েছেন। তেহামা কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র ইভেট্টি বরডেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।
×