ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইপিএল হলে কয়টি ভেন্যুতে হবে?

প্রকাশিত: ১০:৪৩, ২৮ জুন ২০২০

আইপিএল হলে কয়টি ভেন্যুতে হবে?

অনলাইন ডেস্ক ॥ ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও আইপিএল আয়োজন নিয়ে অনেক বেশি আশাবাদী। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি বাতিল হয়ে যায়, তাহলে ভারতে আইপিএল অনুষ্ঠিত হবে, এতে আর কোনো সন্দেহ নেই। তবে, সব কিছু আটকে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইসিসির ওপর। কারণ, আইসিসি এখনও এ নিয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে, ভারতে জ্বল্পনা শুরু হয়েছে, আইপিএল অনুষ্ঠিত হলে সেটা কোথায় হবে? পুরো ভারতজুড়ে নাকি নির্দিষ্ট একটি এলাকা বা কয়েকটি এলাকায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে অনেকটা দ্বীধা-দ্বন্দ্বে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, করোনাভাইরাসের সংক্রমণ এলাকাগুলো এড়াতে চাইলে, কিংবা ঝামেলা এড়াতে- পরিকল্পনা কি হবে, তা এখনও নির্দিষ্ট করেনি বিসিসিআই। পরিস্থিতি যা বিরাজমান, তাতে স্বল্প কয়েকটি ভেন্যুতেই আইপিএলের খেলাগুলো হওয়ার সম্ভাবনা। বিসিসিআইর একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়া জানাচ্ছে, নির্দিষ্টসংখ্যক স্বল্প কিছু ভেন্যুতেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আইপিএলের ম্যাচগুলো। তবে এটা নিয়েও চিন্তা আছে। কারণ, এক ভেন্যুতে অনেকগুলো ম্যাচ জলে উইকেটগুলোর অবস্থা নিয়ে চিন্তা বাড়বে। কারণ, উইকেটের অবস্থা খুব ভালো থাকার কথা নয়। সাধারণত এক ভেন্যুতে প্লে অফের আগ পর্যন্ত সর্বোচ্চ সাতটা ম্যাচ অনুষ্ঠিত হয়। এবার হয়তো তার বেশি ম্যাচ আয়োজন হবে। সে ক্ষেত্রে উইকেট, আউটফিল্ড, গ্রাউন্ড সব কিছুর ওপরই প্রভাব পড়বে। যার প্রভাব পড়তে পারে ব্যাটিং, বোলিং দু’বিভাগেই। লিগ যত সামনে এগোবে, উইকেট তত স্লো হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভেন্যু এবং সেখানকার উইকেট ভালো থাকাটা খুব জরুরি। বিসিসিআই কর্মকর্তাদের চিন্তায়ও রয়েছে সে বিষয়গুলো। বিসিসিআই চিন্তা করছে, এমন একটা অঞ্চলে আইপিএল আয়োজন করতে হবে, যেখানে অনেক স্টেডিয়াম রয়েছে। সে ক্ষেত্রে পশ্চিম ভারতই সবচেয়ে সুবিধার জায়গা। কারণ মুম্বই, পুনে, নাগপুর, গুজরাটের মতো অনেকগুলো স্টেডিয়াম একসঙ্গে পাওয়া যাবে। বিমানের পরিবর্তে বাসে বা অন্য কোনো গাড়িতে দলগুলো ট্রাভেল করতে পারবে। বিমানে গেলে বারবার কোয়ারান্টাইনে থাকার ঝামেলা হবে। যদিও ভারতের মহারাষ্ট্রে করোনার প্রকোপ বেশি। সেক্ষেত্রে বেঙ্গালুরু, মোহালির পাল্লাও ভারি। কলকাতার ইডেন গার্ডেনে খেলা হবে কি না, তা নিয়ে জ্বল্পনা বাড়ছে। সেটা এখনও জানাচ্ছে না বিসিসিআই। তবে, তাদের চিন্তা, ক্লোজড ডোর স্টেডিয়ামে আইপিএল হলে, যে ভেন্যুতেই খেলা হোক, তাতে দর্শকদের আর কী লাভ হবে? সুতরাং, ভারতের নির্দিষ্ট একটি অঞ্চলে আইপিএল আয়োজন করাই হবে যুক্তিযুক্ত।
×